Type to search

আন্তর্জাতিক

ভারতে একদিনে সর্বোচ্চ ৯০ হাজার আক্রান্তের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৯০ হাজার মানুষ। দেশটিতে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। রোববার (৬ সেপ্টেম্বর) সেখানে করোনায় মৃত্যুর সংখ্যাও ৭০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় পজিটিভ হয়েছে ৯০ হাজার ৬৩২ জন। এ নিয়ে সেখানে মোট শনাক্ত হয়েছে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন।

শনাক্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৫ জনের। এ নিয়ে সেখানে করোনায় মৃত ৭০ হাজার ৬২৬ জনে সংখ্যা দাঁড়িয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় পজিটিভ হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোববার (৬ সেপ্টেম্বর)  সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন। দেশটিতে শনাক্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রোববার সকাল পর্যন্ত সেখানে পজিটিভ হয়েছে ৪১ লাখ ২৩ হাজার জন। এ পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ২৬ হাজার ২০৩ জন।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে দৈনিক শনাক্তের হার ভারতে বেশি। মাত্র ১৩ দিনের ব্যবধানে দেশটিতে করোনায় পজিটিভ সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছেছে।

তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্তের তুলনায় সুস্থতার হারও সেখানে বেশি। ভারতে ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় দেশটিতে সুস্থতার হার ৭৭ দশমিক ২ শতাংশ।

Translate »