Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

ভারতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। শনিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ আক্রান্ত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৪০২ জনের। এতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৭৫২।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৬৪ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ আক্রান্ত হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে ভারতে নতুন রোগী বেড়েছে ১৬.৬৬ শতাংশ। এ ছাড়া গত এক সপ্তাহে দেশটিতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশে।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও দ্রুতগতিতে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৮টি প্রদেশে কোভিড-১৯ ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র, রাজস্থান ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি।

এবিসিবি/এমআই

Translate »