ভারতের তেলেঙ্গানা রাজ্যে দেয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে ২ মাসের শিশুসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের এই দুর্ঘটনায় আরো ২জন জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত্যুদের লাশ এখনো উদ্ধার সম্ভব হয়নি।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি জানান, দেয়াল ভেঙে ৯ জন নিহত হয়েছে ও ২ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে ২ মাসের এক শিশুও রয়েছে বলে তিনি জানান।
গত ৩ দিন ধরে ভারতের অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে । গত ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় তেলেঙ্গানা রাজ্যে ইতিমধ্যে প্রায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। পুরোপুরি পানিতে ডুবে গিয়েছে হায়দ্রাবাদ শহরের রাস্তাঘাট।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারনে তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ এবং উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।