Type to search

আন্তর্জাতিক

ব্রিটেনে করোনায় এক দিনেই ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত

ব্রিটেন এক দিনেই নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঐ একই দিন শুক্রবার (১০ নভেম্বর) ১৪৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জনে।

বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, করোনা শনাক্ত হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন কেবলমাত্র তাদেরকেই এই মৃত্যু তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বিগত সাত দিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে। যুক্তরাজ্যে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ তথ্য প্রকাশ করা হলো।

জনসন স্কাই নিউজ’কে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনীভূত হতে দেখা যাচ্ছে এবং আমি মানুষকে একেবারে অকপটে বলবো আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’

তার ভাষ্যমতে, ‘এক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেওয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।’

এবিসিবি/এমআই

Translate »