বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘ: শি জিন পিং
বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত চীন। গত রবিবার (৪ অক্টোবর) দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
সেখানেই এমন প্রত্যয় ব্যক্ত করে শি জিনপিং বলেন, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনে ২ দেশের মধ্যকার কৌশল ও প্রকল্পগুলোকে যৌথভাবে অনুমোদনের মাধ্যমে আরো উন্নততর করার জন্য তিনি প্রস্তুত। এ জন্য বাংলাদেশে সহযোগীর সাথে কাজ করতে প্রস্তুতির কথা জানান তিনি, বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।
অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘ এবং সময়ের সাথে সাথে তা নতুন অবস্থায় রয়েছে। ৪৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই দু’দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছেন এবং একে অন্যকে সমান হিসেবে দেখেছে। পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি পেয়েছে।
শি জিনপিং আরো বলেছেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ বৈশ্বিক মহামারির শুরু থেকে বাংলাদেশে এবং চীন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোভিড-১৯ বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশই একে অপরকে সাহায্য করে করোনা দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংও কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সংবাদ সংস্থা সিনহুয়া।