Type to search

আন্তর্জাতিক

ফিলিস্তিনে সৌদি দূতাবাস খুলতে ইসরায়েলের বাধা

ফিলিস্তিনের জন্য প্রথমবার জেরুজালেমে রাষ্ট্রদূত নিয়োগের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। কিন্তু জেরুজালেমে দূতাবাস খোলা যাবে না বলে আপত্তি জানিয়েছে ইসরায়েল। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি গত শনিবার (১২ আগস্ট) জর্ডানে অনাবাসী দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি হাতে পেয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন রোববার তেল আবিব রেডিও স্টেশন ১০৩ এফএমকে বলেছেন, নতুন রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন তবে তার জন্য কোনো নির্দিষ্ট কার্যালয় থাকবে না।তিনি বলেন, ‘জেরুজালেমে কি একজন কর্মকর্তা শারীরিকভাবে উপস্থিত থাকবেন? এটি কখনোই আমরা অনুমতি দেব না।’

ফিলিস্তিনি ভূখণ্ডের ফাইল ঐতিহ্যগতভাবে আম্মানে সৌদি আরবের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে আসছে ইসরায়েল। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে পরাজিত হয় ফিলিস্তিনিরা। এরপর থেকেই জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনো চলমান।

২০১৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু অন্যান্য বিশ্বশক্তি এখনো এই স্বীকৃতি দেয়নি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ শহরে ফিলিস্তিনিদের কূটনৈতিক তৎপরতায় বরাবরই বাধা দিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ধর্মীয় কারণে ফিলিস্তিনের পক্ষে সবসময় রিয়াদের অবস্থান থাকলেও সরাসরি দেশটি এখনো কোনো ভূমিকা রাখতে পারছে না। তবে রিয়াদ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক সবসময় এড়িয়ে চলেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-সৌদি সম্পর্ককে স্বাভাবিক করতে হয়তো ওয়াশিংটন এখানে ঐতিহাসিক ভূমিকা পালন করতেও পারে। আর সেটিই তারা প্রচার করতে চাইছে।
ইসরায়েলের কট্টর-ডানপন্থী সরকার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনিদের উল্লেখযোগ্য জায়গা দেওয়ার যে কোনো সম্ভাবনাকে বাতিল করেছে।

আরব লীগের অন্যদের মতো রিয়াদও প্রথমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করবে বলে শর্ত দিয়েছিল। সেই লক্ষ্যের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং এর প্রতিদ্বন্দ্বী হামাসের মধ্যে বিভেদ। রিয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাসাম আল-আগা ফিলিস্তিনি রাষ্ট্রের সৌদি স্বীকৃতি হিসেবে আল-সুদাইরিকে নিয়োগ করেছেন এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন।

যদিও কোহেন বলেছিলেন, আল-সুদাইরির নিয়োগ ইসরায়েলের সঙ্গে সমন্বিত হয়নি। তবে তিনি সম্পর্ক স্বাভাবিককরণের একটি সম্ভাব্য যোগসূত্র দেখেছেন বলে জানান।

কোহেন বলেন, এই উন্নয়নের পিছনে যা রয়েছে তা হল সৌদি আরব এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন আলোচনার অগ্রগতির পটভূমি। সৌদিরা ফিলিস্তিনিদের কাছে একটি বার্তা দিতে চায় যে তারা তাদের ভুলে যায়নি।’

এবিসিবি/এমআই

Translate »