পশ্চিমবঙ্গের চাপেই ভারতে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যকর, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম টুইটে মমতা জানান, ‘গত ২১ ফেব্রুয়ারি এবং তার পরেও একাধিকবার আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধারাবাহিক ভাবে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছিলাম। চার মাস কেটে গেলেও অনেক চাপের পর শেষ পর্যন্ত তিনি আমাদের কথা শুনেছেন। আমরা যা দাবি করেছিলাম, তা কার্যকর করেছেন।’
দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, ‘এই অতিমারি শুরুর পর থেকেই ভারতের জনগণের জীবনকে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল। দুর্ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের মূল্য হিসেবে অনেককে জীবন দিতে হয়েছে। আশা করব এ বার প্রচার নয়, টিকাকরণের লক্ষ্য হবে জনস্বার্থ।’