Type to search

আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ডব্লিউএফপিকে এ বছর দেয়া হয় নোবেল শান্তি পুরস্কার।

আজ শুক্রবার (৯ অক্টোবর) পাঁচ সদস্যের নোবেল কমিটি সম্মানজনক এই পুরস্কারটি ঘোষণা করে। রসায়ন, পদার্থ, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য ইত্যাদি সুইডেন থেকে ঘোষণা করা হয়। নরওয়ের অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।’

বিশ্ব খাদ্য কর্মসূচি’ জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত একটি শাখা। ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা এটি। ইতালির রোমে এর সদর দপ্তর।

BREAKING NEWS: The Norwegian Nobel Committee has decided to award the 2020 Nobel Peace Prize to the World Food Programme (WFP).

— The Nobel Prize (@NobelPrize) October 9, 2020

সংস্থাটি ২০১৯ সালে ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। সারাবিশ্ব ডব্লিউএফপির ৮০টিরও বেশি শাখা আছে। এগুলোর মাধ্যমে এই সংস্থা এমন সব মানুষকে সাহায্য করে, যারা নিজেদের ও পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন কিংবা আহরণ করতে সক্ষম নয়।

ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পান। জাতিগত সংঘাত নিরসনের ইথিওপিয়ার আমূল সংস্করের কারিগর হিসেবে আবিকে শান্তিতে নোবেল দেয়া হয়।

Translate »