তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ২৬
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক মহাসড়কে শুক্রবার সকালে বাস দুর্ঘটনায় নয়জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। আঙ্কারা অঞ্চলের গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সরকারি টেলিভিশন চ্যানেল টিআরটি পরিবেশিত খবরে বলা হয়, দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোর ৫ টায় ঘটে। বাসটি আঙ্কারার পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির নগরী থেকে যাচ্ছিল।
আঙ্কারা অঞ্চলের গভর্নর ভাসিপ সাহিন বলেন, প্রাথমিকভাবে বলা হয়, বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। চালক ব্রেক করার চেষ্টা করেছে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
তুরস্কে বাস দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দেশটিতে গত মে মাসে একটি বাস ও দুটি গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়। দক্ষিণাঞ্চলীয় মেরসিন নগরীর কাছে একটি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।