ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নব প্রেসিডেন্ট বাইডেন
আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ‘ভয়ানক ক্ষতি’ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার (২৮ ডিসেম্বর) এক ভিডিও কনফারেন্সে এমন অভিযোগ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ক্ষমতা হস্তান্তরের সময় বিদায়ী প্রেসিডেন্ট নব নির্বাচিত প্রেসিডেন্টকে অবহিত করে থাকেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। সেই কাজটাই ট্রাম্প প্রশাসন ঠিকমতো করছে না বলে অভিযোগ জো বাইডেনের। এ নিয়ে ভিডিও কনফারেন্সে বাইডেন জানান, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের জানার প্রয়োজন সেগুলি আমরা পাচ্ছি না।
তিনি আরও বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন। কোনও দ্বন্দ্ব থাকলে উচিত তা বুঝিয়ে দেওয়া কর্মকর্তাদের।
জো বাইডেনের এই অভিযোগের জবাবও দিয়েছেন পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার। তিনি জানান, পেশাদারিত্বের সঙ্গেই এই হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে। বাইডেনের হস্তান্তর দলের অনুরোধ মতো ৪০০-র বেশি অফিসারের সাথে ১৬৪টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এবং ৫ হাজারেরও বেশি পাতার নথি তুলে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জো বাইজেন। নভেম্বরের নির্বাচনে বাইডেনের কাছে হেরেছেন ট্রাম্প। কিন্তু তবুও হার শিকার করতে নারাজ তিনি। এ নিয়ে সমালোচনাও হয়েছে বিশ্বের বিভিন্ন মহলে।