‘চীনের বিরুদ্ধে’ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার বিবৃতি
হংকংয়ে জতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রিটেন।
রবিবার (১০ জানুয়ারি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী যৌথ এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে হংকংয়ের জনগণের স্বাধীনতাকে শ্রদ্ধা জানাতে চীনকে আহ্বান করেছে।
হংকংয়ে ২০২০ সালে চীনের জারি করা সুরক্ষা আইনের পর গত বুধবার হংকং পুলিশ গণহারে আটক করে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইনের জারি করা যৌথ বিবৃতিতে জানানো আ, এটা স্পষ্ট যে জাতীয় সুরক্ষা আইন ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক মতামত দমাতে ব্যবহৃত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা হংকং এবং চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষকে আহ্বান করছি তারা যেন আটকের ভয়ভীতি ছাড়া হংকংয়ের জনগণের অধিকার ও স্বাধীনতাকে সম্মান করে।
২০১৯ সাল হংকং থেকে চীনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে। তাদের বক্তব্য, চীন ১৯৮৪ সালের চুক্তি লঙ্ঘন করছে। যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা পাওয়ার পরে চীন হংকংয়ের দায়িত্ব নেয়। কিন্তু বিশেষ অধিকার দেওয়া হয় হংকংকে। বাণিজ্য এবং গণতন্ত্রের বিষয়ে চীনের চেয়ে হংকং অনেকটাই আলাদা। পশ্চিমের সাথে তাদের মুক্ত বাণিজ্যচুক্তি ছিল।
কিন্তু ২০১৯ সাল থেকে চীন গণতন্ত্রে আঘাত হানছে, এই অভিযোগে আন্দোলন শুরু করে হংকং। আন্দোলন এমন পর্যায়ে পৌঁছয় চীন যেন দমনমূলক নীতি গ্রহণ করে। কিছুদিন আগে তারই জেরে নতুন আইন বলবৎ হয়েছে। কিন্তু কোনও আইনই হংকংয়ে তীব্র ও বিক্ষোভ আন্দোলন বন্ধ করতে পারছে না।