Type to search

আন্তর্জাতিক খেলাধুলা

ঘন্টায় ১০০ মাইল বেগে শয়তানকে পাথর ছুড়লেন শোয়েব আখতার

অনলাইন ডেস্ক: শয়তানকে উদ্দেশ্য করে ঘন্টায় ১০০ মাইল বেগে পাথর নিক্ষেপ করেছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। এবার সৌদি আরব সরকারের অতিথি হিসেবে তিনি পবিত্র হজ পালন করছেন। সেখানে প্রতিটি কর্মকাণ্ডের আপডেট জানান দিয়েছেন তিনি। ভক্তদের সে সম্পর্কে জানিয়েছেন।

মিনায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করার আনুষ্ঠানিকতা পালন করেছেন শোয়েব। অনলাইন জিও নিউজ এ খবর দিয়ে বলেছে, এই নিক্ষিপ্ত পাথরের গতি ছিল ঘন্টায় ১০০ মাইল। তবে ইন্সটাগ্রামে শোয়েব বলেছেন, পাথরের গতি আমি মাপি নি। তবে নিঃসন্দেহে ক্ষোভের গতি ছিল ঘন্টায় ১০০ মাইল। এই রীতি পালনের সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ইসকো ছোরনা নেহি। অর্থাৎ একে (শয়তান) ছেড়ে দিও না।

Translate »