Type to search

আন্তর্জাতিক

কোভিড-১৯ মৃত্যু নিয়ে সঠিক তথ্য দেয় না চীন, ভারত, রাশিয়া: প্রেসিডেন্ট ট্রাম্প

করোনাভাইরাস (কোভিড-১৯) মৃতদের সঠিক সংখ্যা দেয় না চীন, ভারত এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমনটি দাবি করেন।

বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন কোভিড-১৯ নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা তুলে ধরেন। জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্রে ৭০ লাখ করোনা রোগী পজিটিভ শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো পরিকল্পনাই ছিল না।

এর জবাবে ট্রাম্প বলেন, আপনি জানেন না যে চীনে কত মানুষের মৃত্যু হয়েছে, আপনি জানেন না যে ভারতে কত মানুষের মৃত্যু হয়েছে, আপনি জানেন যে কত মানুষ রাশিয়াতে কত মানুষের মৃত্যু হয়েছে। আপনাকে সঠিক তথ্য দেয় না তারা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আপনাদের অনেক ডেমোক্র্যাট গভর্নরই বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চমৎকার কাজ করেছে। ট্রাম্প দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রে আর কয়েক সপ্তাহ পর থেকে কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়া যাবে।

করোনাভাইরাসের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর দিকে দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ করোনায়  পজিটিভ হয়ে মারা গেছেন।

Translate »