কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ প্রাণহানি
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২২ জন। সোমবার কাবুল বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানায় আল জাজিরা। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এএফপিকে বলেন, এই হামলার সঙ্গে তিন জন জড়িত ছিল। তার মধ্যে একজন নিজের গুলিতে নিহত হন। বাকি দুজন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। তালেবান জানিয়েছে, তারা কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে, কয়েক বছর ধরে দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) মতো চরমপন্থি গোষ্ঠীরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারমার্জ এএফপিকে জানান, নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবায়দী এএফপিকে জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইরানি বইমেলার আয়োজন করা হয়েছে। সরকারি কর্মকর্তারা ওই বইমেলা উদ্বোধনে আসার সময় হামলা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আরিয়ান টুইটারে লেখেন, হামলা শেষ হয়েছে। কিন্তু, দুঃখের বিষয় ১৯ জন নিহত হয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এএফপির এক সংবাদদাতা জানান, আফগান নিরাপত্তা বাহিনী এ অঞ্চল এবং বিশ্ববিদ্যালয়ের সব রাস্তা ঘিরে রেখেছে।