Type to search

আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। আজ সোমবার (১০ আগস্ট)  নিজেই এক টুইট বার্তায় এই খবর জানান তিনি।

টুইটারে ভারতের এই সাবেক প্রেসিডেন্ট লেখেন, অন্য এক প্রয়োজনে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনার নমুনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি করোনাভাইরাস পজিটিভ।

তিনি টুইটারে আরো লিখেছেন, গত এক সপ্তাহে যারা আমার সাথে যোগাযোগ করেছেন, তারা সবাই দয়া করে সেলফ আইসোলেসনে থাকুন এবং করোনাভাইরাস পরীক্ষা করুন।

বর্তমানে তার বয়স ৮৪ বছর। এই বর্ষীয়ান নেতা কংগ্রেসের ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

এদিকে প্রণব মুখার্জি ছাড়াও এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা শনাক্ত হয়েছেন। এখনো হাসপাতালেই আছেন তিনি।

এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম-এর বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তবে ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও শনাক্ত হয়েছে দেশটির আরও বহু রাজনীতিবিদ।

Translate »