Type to search

Lead Story আন্তর্জাতিক

ইয়েমেনের ওপর সৌদির ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ: প্রেসিডেন্ট বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবকে বড়সড় ধাক্কা দিলেন জো বাইডেন। বাইডেন বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে গিয়ে ঘোষণা দিয়েছেন, ইয়েমেনের ওপর সৌদির নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ হচ্ছে তার প্রশাসনের।

এর ফলে গত ৬ বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা আর পাচ্ছে না দেশটি।

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উল্টে দিয়ে জো বাইডেন ঘোষণা করেন, এই যুদ্ধের ইতি টানতে হবে।

তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি অনুসারে ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।

তবে সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেন তিনি।

জো বাইডেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ করে জানান, আপনারা জানিয়ে দিন বিশ্ববাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির টেবিলে ফিরে এসেছে।

Translate »