Type to search

আন্তর্জাতিক

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বাসে উঠেই গুলি, ৩৪ জনের মৃত্যু

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দেশটির মানবাধিকার সংস্থা ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এসব তথ্য জানিয়েছে। সংবাদ রয়টার্স।

এক বিবৃতিতে ইএইচআরসি জানিয়েছেন, গত গত শনিবার স্থানীয় সময় রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই হামলার সাথে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিবৃতিতে ইএইচআরসি আরো জানায়, তবনিশানজুল-গুমুজে হামলার ঘটনা ছাড়াও অন্য তিন অঞ্চলে এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে চলমান সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেয়া মানুষের ওপরও হামলা চালানো হয়েছে।

Translate »