Type to search

আন্তর্জাতিক

ইউক্রেনের ১৪ মিলিয়ন মানুষ যুদ্ধের ভয়ে পালিয়েছেন

যুদ্ধের কারণে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। জাতিসংঘ বলছে, যুদ্ধের ভয়ে ইউক্রেনের ১৪ মিলিয়ন মানুষ পালিয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি। খবর আল-জাজিরার।

ইউক্রেনের জনসংখ্যা প্রায় ৪ কোটি ১০ লাখ। জার্মানিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথারিনা লাম্প বলেন, এর মধ্যে ৭৯ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন। আর দেশের ভেতরেই অন্যত্র চলে গেছেন, ৫৯ লাখ মানুষ। দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে সবচেয়ে বেশি মানুষ পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে। এ ছাড়া রাশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, মলদোভা ও বেলারুশে বিপুল পরিমাণ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »