আমেরিকার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ’

যুক্তরাষ্ট্রের কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের।
ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় এবং মার্কিন বাজারে প্রচুর পারস্পরিক বিনিয়োগের সুযোগ আছে। এক দেশ আরেক দেশের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা নিতে পারবে।
তবে জনসম্মুখে মার্কিন রাষ্ট্রদূতের ভারতের প্রতি এমন অবস্থান প্রকাশ করা প্রথম নয়। চলতি বছর ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে এরিক বলেন, ইতিহাস সেরা জি২০ সম্মেলন আয়োজন ছিল এটি। সম্মেলনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সম্মেলনেও দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক ইতিবাচক ভাবে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এবিসিবি/এমআই