Type to search

আন্তর্জাতিক

আবারও উত্তাল মণিপুর: সংঘর্ষে ২ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিবদমান দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়েছে। সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতেই-প্রধান বিষ্ণুপুরের সীমানায় খইরেনতাক গ্রামে এই ঘটনা ঘটেছে।

বুধবার পুলিশ জানায়, নারানসেনার কাছে ওই গ্রামে উভয় গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দু’জন মারা গেছেন। ৭ জন আহত হয়েছেন। পরে পুলিশ, আসাম রাইফেলস ও কমান্ডোরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর এনডিটিভির।

ট্রাইবাল লিডার্স ফোরামের দাবি, মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামে আক্রমণ চালানো হয়। গ্রামরক্ষী বাহিনী মোতায়েন ছিল। তারাও গুলি চালাতে থাকে। গ্রামরক্ষী বাহিনীর একজন মারা যান। এর পরই ওই এলাকাজুড়ে ব্যাপক গুলির লড়াই চলতে থাকে। বেশ কিছুক্ষণ ওই লড়াই চলে।

এর আগে পাহাড়ের নিচের এলাকায় একজন কৃষককে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি তখন জমিতে চাষ করছিলেন। তাঁর বুকে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।

মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে বিরোধ চলছে। চার মাস ধরে রাজ্যটির পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। প্রায় ১৫০ জন সেখানে মারা গেছেন।

এবিসিবি/এমআই

Translate »