Type to search

আন্তর্জাতিক

আগামী ১৫ অক্টোবর থেকে ভারত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালু করেছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। খবর ইন্ডিয়া টুডের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ভারত নতুন করে ভ্রমণ ভিসা ইস্যু করবে। তবে যেসব পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে দেশটিতে প্রবেশ করতে হবে। এবং আগামী ১৫ নভেম্বর থেকে সাধারণ ফ্লাইট চালু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যটকদের কোভিড-১৯ এর সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১১ মার্চ কোভিড-১৯এর প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।

এবিসিবি/এমআই

Translate »