Type to search

Lead Story রাজনীতি

রাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

কোভিড-১৯ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

ওই সূত্র জানায়, রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।

দ্বিতীয় দফা করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত দুইদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাত পৌনে ২ টার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন তারা।

Translate »