Type to search

Lead Story সারাদেশ

রাজশাহীতে বাস-মাইক্রোবাস-লেগুনার সংঘর্ষ, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৭

জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুরে নগরীর কাটাখালী থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি উপকমিশনার গোলাম রহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কাটাখালীর থানারা মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সাথে একটি মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ হয়। এ সময় আগুন ধরে যায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে। এতে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ৬ মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। দুর্ঘটনার পর আগুনে পুড়ে গেছে মাইক্রোবাসটি। আহত ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Translate »