Type to search

Lead Story রাজনীতি

মেগা থেকে ছোট সব প্রজেক্টেই লুটপাটের মহোৎসব চলছে: বিএনপি

মেগা প্রজেক্ট থেকে গ্রামগঞ্জের ছোট ছোট প্রজেক্ট- সব জায়গায় দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের ভাষায়, দেশ এখন যেন লুটপাটের স্বর্গরাজ্য। এমনকি ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন গরিব মানুষের জন্য নির্মিত ঘর নিয়েও সীমাহীন দুর্নীতি হয়েছে। ঘরগুলো যেভাবে ধসে পড়ছে তাতে প্রমাণিত হয়, দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে।

শনিবার (১০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব অভিযোগ করেন।

তিনি বলেন, গরিব ও ভূমিহীন মানুষের ঘর নিয়ে যারা মহাদুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনুন। বিচার করুন এবং ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে পুনর্বাসন করুন।

প্রিন্স আরও বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উল্লেখ করে গৃহহীন, ভূমিহীন, অসহায় মানুষকে দেওয়ার জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, তা শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতিতে পরিপূর্ণ ছিল। গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে বরাদ্দ তালিকায় নাম ওঠানো হয়েছে। এই ঘর নির্মাণের ইট, বালু, সিমেন্ট, রড, কাঠ, রং ইত্যাদি সরকারি দলের লোকদের কাছ থেকে চড়ামূল্যে নেওয়া হয়েছে। তারা নিম্নমানের নির্মাণসামগ্রী সরবরাহ করায় আজকে প্রকল্পের এই দশা। ঘরপ্রতি ৪০ ব্যাগ সিমেন্ট বরাদ্দের স্থলে ব্যবহার করা হয়েছে ১০/১২ ব্যাগ। বাকিটা বালু ও মাটি দিয়ে করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, ছাত্রদলের আবদুস সাত্তার পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। -সমকাল

Translate »