Type to search

Lead Story আন্তর্জাতিক

তানজানিয়া প্রেসিডেন্টের শেষকৃত্যে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু

তানজানিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্যে অনুষ্ঠিত হয়েছিলো দেশটির দার-ইস-সালাম শহরে। সেখানে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জানা যায়, রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির মরদেহ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষ প্রাণ হারান।

দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা জানান, বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিলো। তাদের অনেকেই অধৈর্য্য হয়ে উঠে জোর করে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়। নিহতদের পাঁচজন একই পরিবারের বলেও জানান তিনি। ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মরদেহ দার এস সালাম ছাড়াও আরও যেসব শহরে নিয়ে যাওয়া হয় তার মধ্যে রয়েছে দোদোমা, জানজিবার, মাওয়ানজা এবং গেইতা। গত ২৬ মার্চ তাকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছাটোতে তাকে সমাহিত করা হয়।

Translate »