Type to search

Lead Story আন্তর্জাতিক

টুইন টাওয়ার হামলা: এফবিআই তদন্তের নথি প্রকাশের আদেশ প্রেসিডেন্ট বাইডেনের

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তদন্তে নেমেছিল দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই তদন্তের নথি জনসমক্ষে প্রকাশ করার আদেশ দিয়েছেন। এক প্রতিবেদনে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নথি অবমুক্ত করার বিষয়টি বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণার সময় আমি নাইন/ইলেভেন হামলার নথি অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন সেই শোকাবহ দিনের ২০তম বার্ষিকী সামনে রেখে প্রতিশ্রুতিটি রক্ষা করছি।

আদেশ অনুযায়ী মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে আগামী ছয় মাসের মধ্যে ঘোষিত নথিগুলি জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের সাথে সম্পর্কিত নথির ডিক্লাসিফিকেশন পর্যালোচনা তদারকি করে।

টুইন টাওয়ারের সেই হামলায় পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। পরে জানা যায়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »