খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের অন্যতম সদস্য চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে ম্যাডামের। দেখেছেন মেডিকেল বোর্ডের সদস্যরাও। বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থার বিষয়ে জানতে চাইলে শনিবার এসব কথা বলেন জাহিদ হোসেন। তিনি জানান, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববারও পরীক্ষা হবে। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এসময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কবে বাসায় নেওয়া হবে- এ প্রশ্নের জবাবে বিএনপির এ ভাইস চেয়ারম্যান জানান, এটা বলা তো মুশকিল। কারণ পরীক্ষা এখনও চলছে। আর কিছু পরীক্ষা করানো হবে। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।
গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য বেগম জিয়া গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে গত ১৪ এপ্রিল সিটিস্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে নেওয়া হয়েছিল।