Type to search

Lead Story আন্তর্জাতিক

৪ জুলাই কোভিড-১৯ মুক্ত হবে যুক্তরাষ্ট্রে: প্রেসিডেন্ট বাইডেন

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে আগামী ১ মে’র মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও তিনি জানান। আজ শুক্রবার (১২মার্চ) এতথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসও। এইদিনে প্রতীকী ভাবে মহামারী করোনা থেকে যুক্তরাষ্ট্র স্বাধীনতা পাবে বলে উল্লেখ করেন বাইডেন। তিনি জানান, আমরা যদি একসঙ্গে টিকাদান কর্মসূচি চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হব এবং স্বাধীনতা দিবস পালন করতে পারব।

টিকাদান কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্থানে ডেন্টিস্ট ও পশুচিকিৎসকদের করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে জো বাইডেন বলেছিলেন, তাঁর দায়িত্ব গ্রহণের ১০০তম দিনের মধ্যে ১০ কোটি জনগণকে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করা হবে। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে ৬০ দিনেই তাঁর লক্ষ্যপূরণ হয়ে যাবে।

তবে সুখবর দিলেও মানুষকে সতর্ক করতে ভোলেননি জো বাইডেন। তিনি বলেন, লড়াই শেষ হয়নি এখনো। হাল ছেড়ে দেওয়ার সময় এখনো হয়নি।

Translate »