Type to search

Lead Story আন্তর্জাতিক

২০২১ সালে বিশ্বের ১০ ধনীর আয় কত?

২০২১ সালে বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ৪০২ বিলিয়ন ডলার আয় করেছেন। সবচেয়ে বেশি আয় করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মাস্ক আয় করেছেন ১২১ বিলিয়ন ডলার। শীর্ষ ধনীর তালিকায় অবস্থান করছেন তিনি। দ্বিতীয় অবস্থানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আয় করেছেন পাঁচ বিলিয়ন ডলার। তালিকায় ৩ নম্বরে রয়েছেন ফ্রান্সের বিলিয়নিয়ার বার্নার্ড আর্নল্ট। ৬১ দশমিক তিন বিলিয়ন ডলার এ বছর আয় করেছেন তিনি।

১০ জন শীর্ষ ধনীর মধ্যে ৪ নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ৭ দশমিক তিন বিলিয়ন ডলার এ বছর আয় করেছেন তিনি।

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তাদের মোট অর্থ ৪৭ দশমিক চার বিলিয়ন ডলার এবং ৪৫ দশমিক এক বিলিয়ন ডলারে উন্নীত করেছেন।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ২০২১ সালে ২৪ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তালিকায় এরপর রয়েছেন, স্টিভ বালমার, ওয়ারেন বাফেট এবং ল্যারি ইলিসন।

এবিসিবি/এমআই

Translate »