হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তাকে ভর্তি করা হয়।
৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।