হাসপাতালে আরও ২৪২ ডেঙ্গু শনাক্ত, ২জনের মৃত্যু
নতুন করে আরও ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন আরও ২জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছেন ১৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮১৪ জন এবং ঢাকার বাইরে ২২৯ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানায়, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৫ ডেঙ্গু রোগী ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন। চলতি বছর ডেঙ্গু রোগে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ২৫৩ জন। এই সময়ে ৬১ জন মারা গেছেন।
এদিকে, ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর ২ সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবন-স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে করা হচ্ছে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা।
এবিসিবি/এমআই