Type to search

Lead Story আন্তর্জাতিক

হামাস-গাজাবাসীকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে এমন হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরা ও এএফপির।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বুধবার (৫ মার্চ) ট্রাম্প বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরকের ন্যায় মূল্য দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটা আপনারদের শেষ সতর্কবার্তা। নেতৃত্বের জন্য এখনই গাজা ত্যাগ করার সময়।

এ ছাড়া ট্রাম্প লিখেছেন, গাজাবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি আপনি জিম্মিদের ধরে রাখেন তবে তা নয়। যদি আপনি তা করেন, তাহলে আপনি মৃত! স্মার্ট সিদ্ধান্ত নিন।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে, বাকি জিম্মিদের মুক্তি না দিলে এর পরিণতি কী হবে আপনারা কল্পনাও করতে পারবেন না।

নেতানিয়াহুর এমন সতর্কবার্তার পরেই ট্রাম্পের হুঁশিয়ার বার্তা এসেছে।

ট্রাম্প গাজাবাসীকে উচ্ছেদ করে গাজার মালিকাধীন যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চান বলে জানিয়ে আসছেন। তাই গাজাবাসীর জন্য কীভাবে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে- তা স্পষ্ট নয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

-আলজাজিরা

Translate »