হামলার তীব্রতা বেড়েছে রাশিয়ার, কিয়েভ ছেড়েছে অর্ধেক নাগরিক
রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করা। তবে ১৪ দিন পার হয়ে গেলেও এখনো নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি রুশ সেনারা।
কারণ রাজধানীর চারপাশে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে তাদের। তবে ইউক্রেন রাশিয়ার সেনাদের হাত থেকে কিয়েভকে কতদিন বাঁচাতে পারবে তা এখন বলা মুশকিল।
প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাজধানী বাসীদের আহ্বান জানিয়েছিলেন যেন তারা সবাই প্রতিরোধ গড়ে তোলেন।
তবে রাশিয়ার আক্রমণের ভয়ে কিয়েভের অর্ধেক মানুষ শহর ছেড়ে চলে গেছেন। এমন তথ্য জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।
ইউক্রেনের স্থানীয় একটি গণমাধ্যমকে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, কিয়েভের প্রতি দুইজনের একজন শহর থেকে চলে গেছেন। বর্তমানে ২০ লাখেরও কম মানুষ কিয়েভে অবস্থান করছেন। তবে এখানকার প্রতিটি বাড়ি, রাস্তা, প্রতিটি চেক পয়েন্ট এখন একেকটি দুর্গে পরিণত হয়েছে।
মেয়র ভিতালি ক্লিচকো দাবি করেছেন, প্রথমদিন থেকেই রুশ সেনারা কিয়েভে দখল করতে চাইলেও ইউক্রেনের সেনাদের প্রবল প্রতিরোধের কারণে রাশিয়া তাদের মিশন সফল করতে পারেনি।
কিন্তু রাশিয়া কিয়েভের আশেপাশের শহরগুলোতে তাদের হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইরপিন, বুচা ও হসতোমোলে মুহুর্মুহু গোলাবর্ষণ করছে রুশ সেনারা।- সিএনএন
এবিসিবি/এমআই