Type to search

Lead Story আন্তর্জাতিক

স্বৈরাচারই নিয়ন্ত্রণ করবে বিশ্ব, বাইডেনকে বলেছিলেন শি জিনপিং

২১ শতকে গণতন্ত্র মুছে যাবে, বিশ্ব পরিচালনার চাবিকাঠি থাকবে একমাত্র স্বৈরাচারীদের হাতে। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে জো বাইডেনকে অভিনন্দন বার্তা দিতে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নৌবাহিনীর সদ্য স্নাতকদের জন্য আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই তিনি তুলে ধরেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিন তার এবং শি জিনপিংয়ের মধ্যে হওয়া বার্তালাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য।

প্রেসিডেন্ট বাইডেনের কথায়, ‘আমরা এমন এক সময়ে বাস করছি যখন বিশ্ব জুড়ে গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে একটা রেষারেষি চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে আমাকে অভিনন্দন জানাতে করা ফোনে শি জিনপিং সেটাই বলেন যা তিনি আগেও বহুবার বলেছেন।’

শি জিনপিংয়ের মতে, ‘গণতন্ত্র ২১ শতকে টিকতে পারবে না। স্বৈরাচারই বিশ্ব চালাবে।’ কেন? কারণ না কি ‘গণতন্ত্রের জন্য ঐকমত্যের প্রয়োজন এবং তার জন্য অনেক সময় লাগে। আর সেই সময়টাই হাতে নেই।’

বাইডেনের মতে, শি জিনপিং ভুল বলেছেন। তার মতে, রাশিয়া এবং চীনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় হবে। ইউক্রেনের যুদ্ধের উদাহরণ তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন ইউরোপকে ফিনল্যান্ডের মতো করতে চেয়েছিলেন। সব ইইউভুক্ত দেশকে নিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ন্যাটোকে খাটো করতে চেয়েছিলেন পুতিন।’

নৌ বাহিনীর ক্যাডেটদের উদ্দেশে বাইডেন আরও বলেন, ‘তোমরা যখন দেশের বাইরে যাবে তখন কেবল তোমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নও, তোমরা গণতন্ত্রের রক্ষক এবং এর একজন প্রতিনিধি হিসেবে নিজেদের বিবেচনা করবে।’ নিউজ উইক

এবিসিবি/এমআই

Translate »