Type to search

Lead Story আন্তর্জাতিক

সৌদি যুবরাজ সালমানকে আইনি নোটিশ পাঠালেন খাশোগির বাগদত্তা

সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে প্রয়াত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিস ও একটি মানবাধিকার সংস্থা আইনি নোটিশ পাঠিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামালকে হত্যার ঘটনায় যুবরাজের যোগসাজশ ছিল বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন) বলেছেন, খাশোগিকে অপহরণ, গ্রেপ্তার, নির্যাতন ও হত্যার ঘটনায় যুবরাজ ও সৌদি কর্মকর্তারা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র করেছিল।

সংবাদ সংস্থা ডন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করা মামলায় বলা হয়েছে— ভোগান্তি, তীব্র যন্ত্রণা ও উল্লেখযোগ্য ক্ষতি থেকে যাতে খাদিজাকে স্বস্তি দেওয়া হয়।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে যাওয়ার পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গুপ্তচররা খাশোগিকে হত্যা করে। আন্তর্জাতিক অঙ্গনে সৌদির এ কার্যত নেতা পরিচিত এমবিএস নামে।

ডনের নির্বাহী পরিচালক সারাহ লিহ হোয়াটসন জানান, এই হত্যাকাণ্ডে ভূমিকা রাখার পরও এমবিএসকে আমাদের সরকার নিষেধাজ্ঞা থেকে রেহাই দিলেও আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে পারবেন না তিনি—বিশেষ করে তার কারণে যে ক্ষতি হয়েছে খাদিজার।

এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বার্তা ও গণমাধ্যমের মাধ্যমে সৌদি যুবরাজকে একটি আইনি নোটিশ পাঠাতে বিকল্প পদ্ধতির অনুমোদন দিয়েছেন বিচারক।

তিনি জানান, এমবিএসকে আদালতে দেখতে চাই আমরা। এই ঘৃণ্য অপরাধে এমবিএস ও তার সহযোগীদের ভূমিকার পেতে চাই সব ধরনের তথ্য।

Translate »