Type to search

Lead Story আন্তর্জাতিক

সৌদি আরবে জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে ‘হজ এক্সপো ২০২৩’

সৌদি আরবে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ এক্সপো ২০২৩। হজের পরিষেবা উন্নত করতেই মসজিদে হাজিদের হজ এবং অমরাহ পালনের  পদ্ধতি সহজ করার লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রেডিও পাকিস্তান জানায়, সৌদি আরব ২০২৩ সালের জানুয়ারির শুরুতে হজ ও ওমরাহ সেবার জন্য একটি সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজন করবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানায়, প্রদর্শনীটি জেদ্দায় অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীর উদ্দেশ্যই হবে দেশটির নতুন নতুন উদ্ভাবনী পরিষেবা এবং সমাধান নিয়ে আলোচনা করা এবং তীর্থযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা।

হজএদিকে পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের জন্য সর্বনিম্ন বয়সসীমা বেঁধে দিইয়েছে সৌদি আরব। এখন থেকে পাঁচ বছর বা তার বেশি বয়সী বিদেশিরা ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের জন্য ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি বয়সী বিদেশি যাত্রীদের সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহর অনুমতি দেয়া হবে। তবে বাবা-মায়ের সঙ্গে থাকা তার চেয়ে কম বয়সী শিশুরাও পবিত্র কাবায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি পাবে।

হজ

চলতি মৌসুমে সাত ধরনের ভিসাধারীকে ওমরাহ পালনের অনুমতি দেয়ার ঘোষণা দেয় সৌদি সরকার। বলা হয়, ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ই-টুরিস্ট ভিসা, অন অ্যারাইভাল তথা সৌদি এয়ারপোর্টে আসার পর দেয়া ভিসা, ইউরোপের ‘শেনজেন’ ভিসাধারীদের জন্য টুরিস্ট ভিসা, ইউএস ও ইউকে ভিসা, লাইসেন্সধারী পর্যটন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ওমরাহ ভিসা ও ‘মাকাম’ প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ভিসাধারীরা চলতি বছর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

এবিসিবি/এমআই

Translate »