Type to search

Lead Story অপরাধ বাংলাদেশ রাজনীতি

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তায় সালমান এফ রহমান। ছবি: পলাশ খান/স্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন।

আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান ও আনিসুলকে গ্রেপ্তার করে পুলিশ। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সজীব দুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত আবেদন মঞ্জুর করেন।

নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
Translate »