সারা দেশে সংঘর্ষে অন্তত ২৫ জনের মৃত্যু, ইন্টারনেট সেবা বন্ধ

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। রাজধানীর উত্তরায় পাঁচ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের অন্যান্য স্থান থেকেও আসছে ক্ষয়ক্ষতির খবর।
- কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে সারাদেশে অন্তত ২৫ জনের মৃত্যু
- এর মধ্যে, রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
- কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
- বুধবার দিনভর ও রাতে রাজধানীর শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এতে শত শত যানবাহন আটকা পড়েছে।
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
- বুধবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন।
- কোটা আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকায় দেশটির দূতাবাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
-
সারা দেশে সংঘর্ষে অন্তত ২৫ জনের মৃত্যু
সারা দেশে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১১ জনের মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। ঢাকায় এ নিয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে বিভিন্ন হাসপাতালের সূত্রে জানা গেছে।
মেধার ভিত্তিতে ৮০ শতাংশ নিয়োগের প্রস্তাব করবে আওয়ামী লীগ
সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই ৮০ শতাংশ নিয়োগ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবা্য়দুল কাদের।
জরুরি এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের কাছে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৮০ শতাংশ নিয়োগের সুপারিশ করা হবে। বাকি ২০ শতাংশ কোটায় রাখা হবে”।
রাত সাড়ে আটটায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলনে দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
গত পহেলা জুলাই থেকে যৌক্তিকভাবে ন্যায্য হারে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
ইন্টারনেট সার্ভিস ব্যাহত
বাংলাদেশে বৃহস্পতিবার রাত নয়টা থেকে হঠাৎ করেই ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেটসহ কোন ধরনের ইন্টারনেট সার্ভিসই পাওয়া যাচ্ছে না।
ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় বিবিসি বাংলার লাইভ পাতা আপডেটও বিঘ্নিত হচ্ছে।
এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে।
রাত সাড়ে আটটা থেকে ইন্টারনেটের গতি ধীর হওয়া শুরু করে।এরপর নয়টা থেকে একেবারেই বন্ধ হয়ে যায়।
একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিবিসি বাংলাকে সেবা বিঘ্নিত হওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর পেছনে কোন কারণ তারা বলেননি এবং কখন নাগাদ ইন্টারনেট পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানাতে পারেন নি তারা।
কাজীপাড়ার বাসিন্দা জিলানী রহমান বিবিসি বাংলাকে বলেন, “ রাত পৌনে নয়টা থেকে বাসায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। সার্ভিস প্রোভাইডারকে ফোন করলে জানান লাইনে কোন সমস্যা নেই, উচ্চ পর্যায় থেকে ইন্টারনেট সব জায়গায় বন্ধ করা আছে ”।
দেশের বিভিন্ন জেলায় ও একই অবস্থার খবর পাওয়া যাচ্ছে।
চাঁদপুরের নাদিয়া খান নামে এক বাসিন্দা জানান, “নয়টার পর থেকেই বাসায় ইন্টারনেটের সংযোগ পাওয়া যাচ্ছে না ”।
গত কয়েকদিনের চলমান কোটা আন্দোলনের সহিংসতামূলক ঘটনার সময় বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ব্যাহত ছিল ইন্টারনেট সেবা।
‘পুলিশের গায়ে হাত দিচ্ছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, তাদের কাউকে ছাড় দেবো না’
পুলিশের গায়ে হাত দেয়া কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ।
বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, “যারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, রাস্তায় আগুন লাগাচ্ছে- আমরা তাদের কাউকে ছাড় দেবো না”।
পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “তারা যদি মনে করে এটা দুর্বলতা, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।”
সহিংসতাকারীরা কোটা আন্দোলনের কেউ না বলেও মন্তব্য করেন তিনি।
“তাদের আমরা চিনি, নাম-নাম্বার পেয়েছি। তারা দুর্বৃত্ত। তারা কোটা আন্দোলনের কেউ না। তারা জামায়াত-শিবির বা বিএনপির অপরাজনীতি করে,” যোগ করেন মি. রশীদ।
ছবির ক্যাপশান,ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন ফায়ার সার্ভিস থেকে আপডেট,দুই দিনে ২৫ আগুনের ঘটনা
১৭ই জুলাই থেকে ১৮ই জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ২৫টি “আগুনের ঘটনার” সংবাদ পেয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সংস্থাটির মিডিয়া ইউনিট থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, বৃহস্পতিকার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি আগুনের সংবাদ পাওয়া যায়। এসব আগুনে ছয়টি বাস, দু্ইটি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল পুড়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে দু্ইটি রাজনৈতিক দলের অফিস, একটি টোল প্লাজা, একটি থানা ও দুইটি সরকারি অফিস।
আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর তিনজন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
ছবির উৎস,MUKIMUL AHSAN
ছবির ক্যাপশান,বাংলাদেশ টেলিভিশনে আগুনে পুড়ছে গাড়ি
ঢাকা মেডিকেলে সাংবাদিকসহ পাঁচজনের মরদেহ
চলমান সংঘর্ষের ঘটনায় আরো পাঁচজনের মৃত্যুর তথ্য জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এদের মরদেহ নেয়া হয়েছে।
এদের মধ্যে একজন বাংলাদেশের একটি অনলাইন সংবাদপত্র ঢাকা টাইমসের মেডিকেল করেসপন্ডেন্ট ৩২ বছর বয়সী মেহেদী হাসান। যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
রাজধানীর বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেলে আছে। এরা হলেন- ওয়াসিম শেখ (৪০), নাজমুল (২৮) ও মোহাম্মদ (২২)। এর আগে, বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক রিক্সা চালককে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিটিভিতে আগুনের পর অনেকে আটকা পড়েছে
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে দুপুরে আগুন লাগার পর ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে বিটিভির ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভিতরে আটকা পড়েছেন অনেকে।
ঢাকার রামপুরায় বিটিভির কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা এখন আসতে পারে নি। ফলে ভবনের ভেতরে আগুন এখনও নেভেনি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। সেখানে আন্দোলনকারীরা ভবনটি দখলে নিতে চেষ্টা করছে।
তারা জানিয়েছেন, বিজিবির সদস্যরা সেখানে রয়েছে। তবে তারা নিজেদের রক্ষা করতে ব্যস্ত। অনেকেই বের হয়ে পালাতে পেরেছে। তবে এখনো কতজন ভবনটির ভেতরে রয়েছে তা তারা নিশ্চিত করতে পারেন নি।
বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে।
তবে, বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলমকে ফোন করলেও এ বিষয়ে এখন কথা বলতে চান নি।
ছবির উৎস,বিবিসি বাংলা/মুকিমুল আহসান
ছবির ক্যাপশান,বাংলাদেশ টেলিভিশনে আগুন নেভেনি এখনও
কোটা সংক্রান্ত আবেদনের শুনানি রোববার
কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী রোববার হবে।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “জরুরি ভিত্তিতে বিশেষ চেম্বার আদালতে এই আবেদনের শুনানির দিন ঠিক করতে আমরা বিকেলে যাই। চেম্বার জজ এম ইনায়েতুর রহিম লিভ টু আপিলের শুনানির জন্য রোববার দিন ঠিক করেছেন”।
চলমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শুনানি এগিয়ে আনার জন্য এ আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
বিকেলে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগে করার জন্য আবেদন করা হবে।
এর আগে গত মঙ্গলবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ কর এ লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনটি শুনানির জন্য ৭ই অগাস্ট দিন ঠিক করেছিলো আপিল বিভাগ।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্রকে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করে।
হাইকোর্টের সেই রায়ের পর থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হয়।
কেবল কোটা সংস্কারেই ফয়সালা হবে না: আন্দোলনের সমন্বয়ক
আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কারকারীদের আজই সংলাপের আহ্বান জানালেও সেটি নাকচ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি।তিনি লেখেন, শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে।
“কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না। প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দাবি কর্ণপাত করেনি৷ আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা করছে। এখন সংলাপের নামে, দাবি আদায়ের নামে নতুন প্রহসন করছে,” লেখেন মি. ইসলাম।
তার দাবি, “সকল ছাত্র হত্যার বিচার করতে হবে। ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে”।
নাহিদ ইসলামছবির উৎস,NAHID ISLAM/ FACEBOOK
ছবির ক্যাপশান,নাহিদ ইসলামনরসিংদীতে নিহত দুই
চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে নরসিংদীতে দুই জন নিহতের হওয়ার খবর পাওয়া গেছে।
নরসিংদীর সদর হাসপাতালের আরএমও মো. মাহমুদুল কবির বাশার এবং নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান নিহতের খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী তাহমিদ ভুইঁয়া। তিনি এমকেএম হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। নিহত অপর জন হলেন ১৮ বছর বয়সী ইমন আহমেদ। তিনি সদর উপজেলার পলাশ থানার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন বিবিসি বাংলাকে বলেছেন, “এ হাসপাতালে সংঘর্ষের ঘটনায় আহত একশ’র বেশি মানুষ চিকিৎসাধীন। আরো আহত রোগী এখনও আসছে”।
মেট্রোরেল চলাচল বন্ধ
বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ফেইসবুক পেইজে এ তথ্য জানিয়েছে। সাধারণত মেট্রোরেল রাত নয়টা পর্যন্ত চলাচল করে।
এক পোস্টে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত জন নিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।
এছাড়া আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।
সাময়িক অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ছবির উৎস,ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি
ছবির ক্যাপশান,বন্ধ থাকবে মেট্রোরেল
দেশজুড়ে সংঘর্ষে অন্তত দশ জন নিহত,উত্তরায় পাঁচ জনসহ রাজধানীতে অন্তত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসাপাতালগুলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে সারাদেশে অন্তত দশ জন নিহতের খবর পাওয়া গেছে। বিবিসি বাংলাকে সংশ্লিষ্ট হাসপাতালগুলো মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এর মধ্যে রাজধানী উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে মারা গেছেন পাঁচজন।
বৃহস্পতিবার সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চারজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন হাসপাতালে তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উত্তরার বেসরকারি আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, তিনি বেসরকারি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান বিবিসি বাংলাকে জানান, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
ধানমন্ডি এলাকায় সংঘর্ষে আহত ফারহান ফাইয়াজ নামে রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক শিক্ষার্থীকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম দুলাল মাদবর বলে নিশ্চিত করেছে বনশ্রীর ফরাজী হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।
বিকেলের দিকে রাজধানীর আফতাবনগরে আরো এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া যায়। একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া এই শিক্ষার্থীর নাম মো. জিল্লুর শেখ। রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র সে। কলেজটির অধ্যক্ষ আরিফ আহমেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
সংঘর্ষের ঘটনায় সাভারে এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় এমআইএসটির এক শিক্ষার্থীকে নেয়া হয়।
এ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বিবিসি বাংলাকে বলেন, “মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইয়ামিন নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আইডি কার্ড ছিল। তবে সেটা অস্পষ্ট থাকাতে পুরো নাম ভালোভাবে বোঝা যায়নি।”
এর আগে, মাদারীপুরে সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার ফায়ার সার্ভিস।
রাজধানীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আরেক শিক্ষার্থী নিহত
কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।
ফারহান ফাইয়াজ নামে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় বেসরকারি সিটি হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, মৃত অবস্থায় একজনকে হাসপাতালে নেয়া হয়। এছাড়া আরো ২৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিকেলেও আরো আহতরা চিকিৎসা নিতে আসছে।
সকালে শিক্ষার্থীরা রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়ে পুলিশ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ছবির উৎস,FACEBOOK
ছবির ক্যাপশান,ফারহান ফাইয়াজের এই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
সংঘর্ষের ঘটনায় সাভারে এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় এমআইএসটির এক শিক্ষার্থীকে নেয়া হয়।
এ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বিবিসি বাংলাকে বলেন, “মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইয়ামিন নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আইডি কার্ড ছিল। তবে সেটা অস্পষ্ট থাকাতে পুরো নাম ভালোভাবে বোঝা যায়নি।”
“ছেলেটি সিএসই বিভাগের। তবে কোনো বর্ষ সেটা বোঝা যায়নি। বয়স আনুমানিক ২৪ বছর হবে। এছাড়া হাসপাতালে পুলিশের ছররা গুলিতে আহত চারজন ভর্তি আছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে অনেকেই,” বলেন মি. আলী।
ওই শিক্ষার্থীর বাড়ি সাভারেই বলে জানান তিনি। শিক্ষার্থীর পূর্ণাঙ্গ পরিচয় জানতে বিশ্ববিদ্যালয়ে ফোন করা হলেও তারা কিছু জানাতে পারেনি।
মি. আলী বলেন, “ওই শিক্ষার্থীর বাবা- মা সাথে অনেক লোক নিয়ে এসে লাশ নিয়ে যায়। আর কোনো কিছু তাদের কাছ থেকে জানা যায়নি।”
মতিঝিল, যাত্রাবাড়ি, শনির আখড়ায় বিবিসির সংবাদদাতা যা দেখলেন
কোটা সংস্কারের দাবিতে ঢাকার মতিঝিল, যাত্রাবাড়ি ও শনির আখড়ায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
বিবিসির সংবাদদাতা ওই এলাকাগুলো সরেজমিনে ঘুরে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পেয়েছেন।
বৃহস্পতিবার বেলা একটার দিকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশেপাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা ব্যানার হাতে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে টিকাটুলির মোড়ের দিকে সরিয়ে নিয়ে যায়।
এদিকে যাত্রাবাড়ি ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশ ও আন্দোলনকারী দুই পক্ষের অনেকে আহত হয়েছে।
শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকার সাথে চট্টগ্রাম ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ছবির ক্যাপশান,যাত্রাবাড়িতে সংঘাতের চিত্র। ছবির ক্যাপশান,মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের অবস্থান।
আফতাবনগরে কলেজ শিক্ষার্থী নিহত
চলমান ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় রাজধানীর আফতাবনগরে আরো এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।
একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া এই শিক্ষার্থীর নাম মো. জিল্লুর শেখ। রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র সে।
কলেজটির অধ্যক্ষ আরিফ আহমেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুইদিন আগে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে ওই শিক্ষার্থী। ২০২৪ – ২৫ সেশনে একাদশ শ্রেণিতে সে ভর্তি হয়। এখনও ক্লাস শুরু হয়নি। তার বাড়ি গোপালগঞ্জ এবং ঢাকায় বাসা আফতাবনগরে।”
“সে আন্দোলনে অংশ নিয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে নিহত হয়েছে। আফতাবনগরেই তার বাসা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিকেলে এখানে জানাজা হবে। পরে গোপালগঞ্জে দাফন করা হবে,” জানান মি. আহমেদ।
নিহত ওই শিক্ষার্থীর বাবার নাম মো. হাসান বলে জানান মি. আহমেদ।
২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
দেশজুড়ে চলমান সহিংস পরিস্থিতিতে আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের খবর জানানো হয়।
এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত’ এই তিনদিনের অনুষ্ঠিতব্য সব শিক্ষাবোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া পরীক্ষার পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২৮ জুলাই থেকে বাকি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
ছবির ক্যাপশান,পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি
রামপুরায় সংঘর্ষে একজনের মৃত্যু
আন্দোলনরকারীদের সাথে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম দুলাল মাদবর বলে নিশ্চিত করেছে বনশ্রীর ফরাজী হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।
ফরাজী হাসপাতালের ম্যানেজার রুবেল হোসেন বিবিসি বাংলাকে বলেন, “দুপুর ১২টার দিকে রামপুরায় সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল”।
ছবির ক্যাপশান,রামপুরায় আরও একজনের মৃত্যু
আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার
ঢাকার মেরুল বাড্ডায় ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ভবনের ছাদে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ ওই বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেয়।
বেলা ১১টা থেকে পুলিশ সদস্যরা ওই ভবনের ভেতরেই অবরুদ্ধ অবস্থায় ছিল। বাইরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকে ইট পাটকেল ছুড়তে থাকে।
সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা বাড্ডা-রামপুরা সড়কে অবরোধ করলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে।
এসময় শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ সদস্যরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভবনে ঢুকে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে হেলিকপ্টারে দিয়ে তাদের উদ্ধার করে র্যাব সদস্যরা।
ভিডিওর ক্যাপশান,আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার
রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু, আহত অনেকে
কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে চারজন মারা গেছেন। এছাড়া তাদের হাসপাতালে ৭০ জন ভর্তি আছে। আর পাঁচজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
তাৎক্ষণিকভবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।
এদিকে উত্তরায় অবস্থিতি বেসরকারি আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বেসরকারি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান বিবিসি বাংলাকে জানান, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
এখন পর্যন্ত ১২০ জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।
এর আগে, মাদারীপুরে সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার ফায়ার সার্ভিস।
এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরো প্রায় আড়াইশ জন উত্তরার বেসরকারি ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, “অন্তত ২০০ থেকে ২৫০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কেউ ভর্তি নেই এ মুহূর্তে। আহত আরো আসছে এখনও। তবে, সংখ্যা বলা যাচ্ছে না। এ হাসপাতালে আহতদের কেউ মারা যায়নি।”
ছবির উৎস,INDEPENDENT
ছবির ক্যাপশান,উত্তরা
বিবিসি