সারাদেশে রক্ত ঝরাতে ব্যস্ত আওয়ামী লীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী পথ অবলম্বন করছে। তারা দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। দেশকে বিএনপিশূন্য করাই যেন এখন আওয়ামী শাসকগোষ্ঠীর প্রধান লক্ষ্য। এ জন্য তারা সারাদেশে রক্ত ঝরাতে ব্যস্ত।
বুধবার (৮ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।
ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা প্রতিনিয়তই বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তাদের গুরুতর আহত করছে। সেদিন খুবই নিকটবর্তী, যেদিন জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে বর্তমান ভোটারবিহীন সরকারের অপশাসনের মূলোৎপাটন ঘটবে। তিনি বদিউল আলমের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।-সমকাল
এবিসিবি/এমআই