Type to search

Lead Story জাতীয় সারাদেশ

সারাদেশে বুস্টার ডোজ দেওয়া চলছে

সারাদেশে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দেওয়া শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাজারবাগ কেন্দ্রের একজন টিকাদানকর্মী জানান, সকালে ভ্যাকসিন নিতে আসা মানুষের সংখ্যা কম দেখা গেছে।

১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এদিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন ব্যবহার হবে।

এ দিনে ৭৫ লক্ষ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৭৫ লাখ ভ্যাকসিন বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৪টি কেন্দ্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি কেন্দ্রে বুস্টার ভ্যাকসিন প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে।

বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ, কোভিড-১৯ ভ্যাকসিনের কার্ড বা সনদ দেখাতে হবে। উপযুক্ত প্রমাণ দেখিয়ে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যে কোনো করোনা টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন।

এবিসিবি/এমআই

Translate »