Type to search

Lead Story মিডিয়া সারাদেশ

সাতক্ষীরায় এবিসিবি নিউজের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের তান্ডবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ মানুষের জীবন যাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ থাবা বসিয়েছে দেশের অর্থনৈতিক চাকার উপর। সংকটে নিয়ন্ত্রনে সরকার একের পর এক লকডাউন দিয়ে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছে।এমতাবস্থায় দেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রার গতি থমকে গেছে। গরিব ও দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষ গৃহবন্দি হয়ে পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছেন।

সামনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর এটি চিন্তা করে সূদুর অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি বার্তা (এবিসিবি নিউজ) অনলাইন নিউজ পোর্টালের  এডিটর স্বপ্না গুলশান সাতক্ষীরা শহরের গরিব ও দুঃস্থ অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার (১১ মে) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এবিসিবি নিউজের সাতক্ষীরা জেলা কার্যালয়ে গরিব ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে এবিসিবি নিউজের খুলনা ব্যুরো চীফ সৈয়দ জয়নুল আবেদীন জসি,  বিশেষ অতিথি হিসেবে মোঃ মওদুদুল ইসলাম খোকন, সৈয়দ নাহারুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Translate »