Type to search

Lead Story রাজনীতি

সরকারের নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ এখন দুর্বিষহ শাসনে কাতরাচ্ছে। মানুষের কাছে জবাবদিহিহীন সরকারের প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে আতঙ্কিত দেশের মানুষ। এই পবিত্র মাহে রমজানেও আওয়ামীলীগ সরকারের অত্যাচার আরো তীব্র আকার ধারণ করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের আটক করতে দিনে-রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নির্যাতন ও আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ বিবৃতি দেন।

বিবৃতিতে মহাসচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের আটক করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে আটকসহ দেশব্যাপী বিভিন্ন এলাকায় পবিত্র মাহে রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি আটক অভিযান ও নির্যাতনের ঘটনা সরকারের ভিন্নমত দমনের বহিঃপ্রকাশ।

Translate »