Type to search

Lead Story রাজনীতি

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী

রিজভী-এবিসিবি নিউজ-abcb news

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির ৩য় বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দিতে গিয়ে রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বক্তব্য শেষ হওয়ার পর মাথা ঘুরে পড়ে যান তিনি।

পরে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াবেটিকস বেড়ে গেছে বলেন জানান ডাক্তার। চিকিৎসা শেষে দুপর ১২টার পর হাসপাতাল থেকে চলে আসেন।

কিছুদিন আগেও হার্ট অ্যাটাক করে তিনি প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে ল্যাব এইড হাসপাতালে দুদফা ভর্তি হন। সেখানে হার্টে রিং পরানো হয় তার।

Translate »