সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া পর্যন্ত আফগানিস্তানে সেনা থাকবে
আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়তে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে পেন্টাগনের সূত্র দিয়ে বলা হয়, এখন কাবুল বিমানবন্দরের বাইরের মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা নেই মার্কিন সেনাবাহিনীর। বাইডেন বলেছেন, যদি আমেরিকান নাগরিকরা বাকি থাকে তাহলে আমরা তাদের সবাইকে বের না করা পর্যন্ত থাকব।
এদিকে চলতি বছর আফগানিস্তানে মানবিক ও উন্নয়ন সহায়তাকে দ্বিগুণ করে ২৮৬ মিলিয়ন পাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার (১৮ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই যে আমাদের নেতৃত্ব অনুসরণ করুন, যেন সবচেয়ে দুর্বল আফগান নাগরিকও তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা পায়।’