Type to search

Lead Story খেলাধুলা

শ্রীলংকাকে হারিয়ে ভারত লিজেন্ডস চ্যাম্পিয়ন

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিববার ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত লিজেন্ডস।

রবিবার (২১ মার্চ) মুম্বাইয়ের ডিআর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে যুবরাজ সিং ও ইউসুফ পাঠানের ব্যাটিং তাণ্ডবে চার উইকেটে ১৮১ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত।

দলের হয়ে ৩৬ বলে ৫টি ছক্কা আর চারটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। ৪১ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬০ রান করেন যুবরাজ সিং। এছাড়া অধিনায়ক শচীন টেন্ডুলকার করেন ২৩ বলে ৩০ রান।

১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সনথ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৬২ রানের ‍জুটি গড়েন অধিনায়ক তিলকরত্নে দিলশান। এরপর খেই হারিয়ে ফেলে লংকানরা। মাত্র ২৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

১৮ বলে ২১ রান করে ফেরেন দিলশান। মাত্র ২ রানে ফেরেন চামারা সিলভা। দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া সনথ জয়সুরিয়া ফেরেন ৩৫ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪৩ রান করে। ১৬ বলে ১৩ রানে ফেরেন উপল থারাঙ্গা।

১২.৫ ওভারে ৯১ রানে ৫ উইকেট পতনের পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা। শেষ দিকে চিন্তক জয়সিং ও কৈশল্যা বীররত্নের ব্যাটে একটা সময়ে জয় দেখেছিল তারা।

শেষ ১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৯ রান। ১৮তম ওভারে ১৯ রান নিয়ে জয়ের স্বপ্ন দেখান তারা। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু ১৯তম ওভারে বীররত্নে আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় শ্রীলংকা। শেষ ওভারে ২৪ রান তাড়া করে ৯ রান তুলতে পারেন জয়সিং ও নুয়ান কুলাশেকারা।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট তিলকারত্নে দিলশান।

Translate »