শ্যামনগরে সাইক্লোন সেন্টার ও কমিউনিটি হল নির্মাণ করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরের পাশে একটি সাইক্লোন সেন্টার ও কমিউনিটি হল নির্মাণের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার (২৭ মার্চ) সকালে মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করা শেষে এ ঘোষণা দেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মোদি জানান, যে কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যেন কমিউনিটি হলটি ব্যবহার করতে পারে স্থানীয়রা, সেইভাবেই এটি তৈরি করা হবে। একইসাথে প্রাকৃতিক দুর্যোগের সময় তারা যেন নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সে জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে।
পুরো নির্মাণ প্রকল্পের অর্থায়ন করবে ভারত সরকার, যোগ করেন মোদি।
এর আগে সকাল ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরে অবতরণ করে। তিনি এরপরই মন্দিরে পৌঁছান।
সেখান থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। মোদি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা নিবেদনের পালা শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করেন।