শর্তসাপেক্ষে পুতিনের সঙ্গে বৈঠকে রাজি জো বাইডেন
রাশিয়া-ইউক্রেন ইস্যু সমাধানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। সেটি পূরণের প্রতিশ্রুতি দিলেই কেবল বৈঠক করবেন বাইডেন। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটির প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। সোমবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্ট দফতর।
বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ও পুতিনের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় উভয় নেতাকে তিনি ইউক্রেন সংকট নিয়ে বৈঠকের প্রস্তাব দেন। বাইডেন ও পুতিন সেই প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করেছেন। এই বৈঠকে ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে।
এদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় তাহলেই কেবল বৈঠকটি হবে। একই শর্তের কথা উল্লেখ আছে ফ্রান্সের বিবৃতিতেও।
এবিসিবি/এমআই