Type to search

Lead Story আন্তর্জাতিক সম্পাদকীয় ও মতামত

রাষ্ট্রের গুলি চালনাকে আড়াল করছেন তারাও আসলে মৌলবাদী

মৌলবাদ শুধু ধর্মীয় হয় না। মৌলবাদ কখনো কখনো দর্শনগত এবং বিশ্বাসভিত্তিকও হয়। মৌলবাদের ডান বাম নেই। তার দুচোখ শুধু কালো পট্টিতে বাঁধা। বাংলাদেশে সিপিবি বাসদ সহ বহু প্রগতিশীল সংস্কৃতি কর্মী রাস্তায় নেমেছেন ছাত্র হত্যার বিরুদ্ধে। এপার বাংলায় জামাতের দোহাই দিয়ে বাংলাদেশ ইরান হয়ে যাবে এই গপ্পো ফেঁদে যারা নিরস্ত্র ছাত্রের প্রতি(সে যে মতেরই সমর্থক হোক না কেন) রাষ্ট্রের গুলি চালনাকে আড়াল করছেন তারাও আসলে মৌলবাদী। রাজনৈতিক মৌলবাদী। এটা সত্যি যে জামাত চেষ্টা করছে কোটা সংস্কারের দাবিতে সংগঠিত বাংলাদেশের ছাত্র আন্দোলনকে দখল করতে। কিন্তু এখনো পারে নি। জামাত খারাপ। মৌলবাদী। কিন্তু শেখ হাসিনার সরকারের বেশ কিছু পদক্ষেপ অগণতান্ত্রিক এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি।এটাও মাথায় রাখা দরকার—
করতে গিয়ে জামাত আড়াল,
আমরা হবো না রাষ্ট্র-দালাল।
পড়শী দেশের একজন মানুষ হিসেবে এবং একই ভাষায় কথা বলা একজন মানুষ হিসেবে চাই অবিলম্বে বাংলাদেশের সরকার আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের সঙ্গে বসুক। খোলা মনে দুপক্ষ আলোচনা করুক। জামাত যেন এই আন্দোলন থেকে এক চুল সুবিধা আদায় না করতে পারে। সামাজিকভাবে পিছিয়ে পড়া জেলা/শ্রেণীর মানুষের জন্য নারীদের জন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা থাকুক। কিন্তু ‘নাতি পুতিদের’ জন্য ধার্য ত্রিশ পার্সেন্ট কোটা অবিলম্বে বাতিল করুক বাংলাদেশ সরকার। আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা ফিরে যাক তাদের পাঠাঙ্গনে আর নিজেদের গড়ে তুলুক বাংলাদেশের ভবিষ্যতের কারিগর হিসাবে।
Translate »