Type to search

Lead Story রাজনীতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী প্রথম ভ্যাকসিন নিলে আস্থা পাবে মানুষ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষের ওপর ট্রায়াল করে ভ্যাকসিন কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিশ্চিত হতে ভারত উপহার হিসেবে বাংলাদেশকে টিকা পাঠিয়েছে। গিনিপিগ বানানোর চেষ্টা চলছে আমাদের। এ অবস্থায় মানুষের আস্থা অর্জনের জন্য ভ্যাকসিন প্রথম ডোজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন তিনি। এসময় তিনি জানান, ভারত নিজেরা এ ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বিস্মিত বহু বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে- ভারত কোভিড-১৯ ট্রায়ালের জন্য বাংলাদেশে টিকা পাঠিয়েছে। সুতরাং আমরা কী বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের ভ্যাকসিন পরীক্ষার?

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, বিশ্বের দেশে দেশে রাষ্ট্র ও সরকারপ্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে ভরসা ও আস্থা দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন আপনারাও সেই পথ অনুসরণ করুন। তাদের মতো সাহসী পদক্ষেপ নিন আপনারাও। আপনারা আগে টিকা নিলে মানুষ ভরসা পাবে। তখন দেশের মানুষ নিশ্চিন্তে এই ভ্যাকসিন নিতে সাহস পাবে। ভ্যাকসিন নিয়ে তখন ভ্রান্ত ধারণাও কেটে যাবে এবং অনাগ্রহ কাটিয়ে টিকা নিয়ে আগ্রহী হবে দেশবাসী।

রিজভী বলেন, সরকার শুরু থেকেই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা নিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে। করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের আতঙ্ক ও ভীতির সুযোগে ত্রাণ বিতরণের নামে দেশে দুর্নীতি ও লুটপাট, ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় কোভিড-১৯ টেস্টের ভুয়া সনদপত্র কেলেঙ্কারি, করোনা চিকিৎসার নামে ভুয়া হাসপাতাল চালু, পিপিই সরঞ্জাম, মাস্ক, সেনিটাইজার খরিদ-টেন্ডার নিয়ে দুর্নীতির মহোৎসব-এতসব অপকর্ম করে মানুষের কাছে এই সরকারের কোনই বিশ্বাসযোগ্যতা নেই। এরপর করোনা মোকাবিলায় ভারত থেকে ভ্যাকসিন আমদানি ও কেনা নিয়ে বেক্সিমকোর অতিমাত্রার তৎপরতা, চুক্তি, বেক্সিমকোর তৎপরতার সাথে সরকারের রহস্যজনক আর্থিক লেনদেনের যোগসাজশ- সবমিলে টিকা সম্পর্কেও জন্ম দিয়েছে জনমনে নানা প্রশ্নের।

সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সেলিমুজ্জামান সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Translate »