Type to search

Lead Story রাজনীতি

রাষ্ট্রপতির সংলাপ নিয়ে কিছুই জানি না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে সংলাপ শুরু করতে যাচ্ছেন, এ প্রসঙ্গে বিএনপি কিছু জানে না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে কিছু বলতে পারি না, এজন্য যে কিছুই জানি না আমরা এই সম্পর্কে। আমন্ত্রণ পেলে যাবেন কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, কিছুই জানি না আমরা।

মহাসচিব জানান, গণতন্ত্রহীন সমাজে জবাবদিহিতা প্রতিটি পদে পদে বিঘ্নিত হয়। এই মুহুর্তে প্রতিটি ক্ষেত্রে এটা বিদ্যমান বাংলাদেশে। বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিকতসায় বিদেশে প্রেরণে সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টি তার সর্বশেষ উদাহরণ।

‘তাই দেশে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজনের পথ পরিস্কার করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সর্বাত্মক ব্যবস্থা করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করে দেশে মানবাধিকার ও বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালনকালে এটাই হতে পারে দেশবাসীর জন্য সর্বোত্তম প্রাপ্তি।’

এর আগে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে বিএনপির ও তার অঙ্গসংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিজয় র‌্যালীসহ সারাদেশে জেলা পর্যায়ে সমাবেশের বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিএনপির আমান উল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কবির রিজভী, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ আরোও অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »